নিজস্ব প্রতিনিধিঃ
২০২১ সালে দেশের
পশ্চিমবঙ্গের দুর্গাপুজো অর্জন করেছিল ইউনেসকোর ‘ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ’। এবার
সেই তকমাতে যুক্ত হল অন্যতম বড় উৎসব দীপাবলিও। সম্প্রতি দিল্লিতে চলছে ইউনেসকোর ইন্টারগভার্নমেন্টাল
কমিটির ২০তম সম্মেলন। গত ৮ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ১৩ই ডিসেম্বর
পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্যকে চিহ্নিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১০ই ডিসেম্বর
দীপাবলিকে এই তালিকাভুক্ত করা হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লেখেন, “এই
খবরে বিশ্বের সকল ভারতীয় আনন্দিত ও রোমাঞ্চিত। দীপাবলি আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের
ধারক। এটি আমাদের প্রাচীন সভ্যতার স্বরূপ। আন্তর্জাতিক ক্ষেত্রে দীপাবলির স্বীকৃতি
এই উৎসবকে গোটা বিশ্বের কাছে আরও জনপ্রিয় করে তুলবে।”কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র
সিং শেখাওয়াত বলেন, “ভারতের জন্য আজ এক ঐতিহাসিক দিন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির
আমলে ভারতীয় সংস্কৃতি গোটা বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে। এই সম্মান দেশের বিভাজনের উপর
সম্প্রীতির, হতাশার উপর আশার বার্তা দেয়।’
akb tv news
11.12.2025

