আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ই ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ই ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এই  দিনটিকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।বুধবার ছিল সেই বিশেষ দিন। এদিন "মানবাধিকার: আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র" এই থিমকে সামনে রেখে সামনে রেখে আগরতলার প্রজ্ঞা ভবনে পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব ধন বাবু রিয়াং,ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি অরিন্দম লোধ ও ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
















    akb tv news 

    10.12.2025


    3/related/default