আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গোয়ার নাইট ক্লাবে বিংধ্বসী অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোয়ার নাইটক্লাবে বিংধ্বসী অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মর্মান্তিক মৃত্যু হল ২৫ জনের। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।জানা গিয়েছে, উত্তর গোয়ার আরপোরায় একটি অভিজাত রেস্তোরাঁ কাম ক্লাবে শনিবার মধ্য রাতে আচমকা আগুন লাগে। বির্চ বাই রোমিও লেন নামক ওই ক্লাবে রাত ১২টা ৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে পুলিশ ও দমকলের কাছে। দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। একে একে ক্লাবের ভিতর থেকে অতিথি, রেস্তোরাঁর কর্মীদের ঝলসে যাওয়া দেহ বের করে আনা হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে l এই ঘটনায় উদ্ধিগ্ন গোয়া সরকার।

     










    akb tv news 

    07.12.2025


    3/related/default