আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অল ত্রিপুরা পেনশনার এসোসিয়েশনের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার আগরতলার সখীচরণ বিদ্যানিকেতনে অল ত্রিপুরা পেনশনার এসোসিয়েশনের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।আয়োজিত রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ ও প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শংকর সেনগুপ্ত সহ অন্যান্যরা।এদিন সম্মেলন থেকে সংস্থার নতুন কমিটি গঠিত হয়।পাশাপাশি এই সম্মেলন থেকে তারা আওয়াজ তুলে অবিলম্বে ২২ শতাংশ মহার্ঘ রিলিফ প্রদান করতে হবে, পুরাতন পেনশন পদ্ধতি ফিরিয়ে আনতে হবে, পি,এস,ইউ’র কর্মচারীদের নূন্যতম পেনশন দশ হাজার টাকা করতে হবে, মাসিক চিকিৎসা ভাতা নূন্যতম ১০০০ টাকা করতে হবে, ২০ বছর চাকুরী প্রাপ্তদের পূর্ন পেনশন প্রদান করতে হবে, ০১/০১/২০০৬ থেকে ৩১/১২/২০০৮ এর মধ্যে যারা অবসরে গেছেন, তাদের ২৫ বছর চাকুরী করলে পূর্ন পেনশন দিতে হবে এবং পেনশন রুলস ২০০৯ অনুসারে অবসর কালীন সুবিধা  প্রদান করতে হবে, কমুটেড পেনশন ১৮০ মাসের পরিবর্তে ১২৮ মাস পর মূল পেনশন পুনরায় যুক্ত করতে হবে, পেনশন বোস্টিং সিস্টেম ৮০ বছরের পরিবর্তে ৭০ বছর থেকে চালু করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে ব্যবস্থা করতে হবে, পেনশনারদের চিকিৎসার ক্ষেত্রে রি, এম্বারসমেন্ট প্রথা চালু করতে হবে, রাজ্যের প্রতিটি মহকুমায় সহায় সম্বলহীন পেনশনারদের পেনশনালয় চালু করতে হবে ও অবিলম্বে নতুন শ্রম কোড বাতিল করতে হবে।











    akb tv news 

    07.12.2025

    3/related/default