আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রভুবাড়ির পুকুর সংস্কার করার লক্ষ্যে মেয়রের পদক্ষেপ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    রাজন্য আমলে সৃষ্ট প্রভু বাড়ির পুকুরটিকে সংস্কার করার লক্ষ্যে গত পয়লা ডিসেম্বর পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার।  পরিদর্শনকালে উনি তিনি দেখতে পান পুকুরটির আশপাশের  বাড়ি ঘরের লোকরা পুকুরটির জায়গা বেদখল করে রেখেছে। সেদিকে লক্ষ্য রেখে তিনি সেদিন পুকুরটির ডিমারগেশন করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে ডিমারগেশন  শেষে জায়গা বেদখলমুক্ত করতে গেলে নিগমের কর্মীরা বাধার সম্মুখীন হয়। সে ব্যাপারে মেয়র দীপক মজুমদারকে অবহিত করা হলে তিনি বুধবার সে জায়গা পুনরায় পরিদর্শনে যান। তিনি বলেন বেদখল কারীদের উদ্দেশ্যে সময় দিয়েছিলেন নিজে থেকে যেন তারা তাদের বেআইনিভাবে নির্মাণ ভেঙ্গে ফেলে। পাশাপাশি তিনি নিগমের কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন  দখল কারিরা নিজে থেকে না ভাংলে তারা যেন বেআইনি  নির্মাণ ভেঙ্গে ফেলে।  এর পরই নিগমের পক্ষ থেকে এই রাজন্য আমলের পুকুরটি  সংস্কার করা হবে। যাতে এলাকাবাসীরা তা ব্যবহার করতে পারে।    









    akb tv news 

    17.12.2025

    3/related/default