আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্রম কোডকে দানবীয় শ্রমকোড আখ্যা দিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সিআইটিইউ’র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কেন্দ্রীয় সরকার প্রদত্ত নয়া শ্রমকোডকে দানবীয় শ্রমকোড আখ্যা দিয়ে রাজপথে নেমে প্রতিবাদে সরব হল সিআইটিইউ। বৃহস্পতিবার রাজপথে বিক্ষোভ মিছিল করে সামিল হন কর্মী সর্মথকরা। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে রাজ্য কমিটির সভাপতি মানিক দে বলেন, নতুন শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থবিরোধী এবং শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করার উদ্দেশ্যে কেন্দ্র এই আইন প্রণয়ন করেছে। গত ২১শে নভেম্বর নয়া শ্রমকোড কার্যকর করেছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্ত সরকার পুরোপুরি কর্পোরেটদের স্বার্থের জন্য লাগু করেছে। এই আইনের আওতার বাইরে থাকবে দেশের ৯০ শতাংশ মানুষ। কারণ, দেশের বেকার প্রবীণ ও কৃষকদের স্বার্থ বিরোধী এই আইন। তাঁর কথায়, গোটা দেশের কৃষকদের আন্দোলনের জেরে ২৯টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী ৪টি শ্রম কোড লাগু করেছে কেন্দ্র সরকার। এই শ্রম কোড লাগুর ফলে ৮ ঘণ্টার কাজকে ১২ ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে। এছাড়া পি এফ গ্রাটুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে। অতিসত্বর শ্রম কোড প্রত্যাহারের দাবি জানান তিনি। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন শ্রমিক-সমর্থকরা।









     

    akb tv news 

    04.12.2025

    • নবীনতর

      শ্রম কোডকে দানবীয় শ্রমকোড আখ্যা দিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সিআইটিইউ’র।। AKB TV News

    3/related/default