আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই জেলাভিত্তিক বিশ্ব দিব্যাঙ্গজন দিবস – ২০২৫ উদযাপনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, ত্রিপুরাঃ


    বুধবার বেলা ১২ ’টায় খোয়াই জেলা পরিষদের সামনের মাঠে খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর‚ এবং খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে খোয়াই জেলাভিত্তিক বিশ্ব দিব্যাঙ্গজন দিবস – ২০২৫ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিপিও সুজিত দাস‚ উদ্ভোধক ও প্রধান অতিথি ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত‚ বিশেষ অতিথি হয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির চ্যেয়ারপার্সন টিঙ্কু ভট্টাচার্য্য‚ বিশিষ্ট সমাজসেবক অনিমেষ নাগ‚ এবং সম্মানিত অতিথি হয়ে খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ‚ সহকারী জেলা শাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য‚ খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার‚ খোয়াই বিডিও অনিরুদ্ধ দাস‚ এলিমকো সংস্থার গুয়াহাটি রিজিয়নের ম্যানেজার প্রকাশ সিংহ্ উপস্থিত ছিলেন‚ অনুষ্ঠানের পৌরহিত্য করেন খোয়াই জেলা দিব্যাঙ্গজন সেলের সাধারণ সম্পাদক দীপ্তেন্দু বিশ্বাস।

    মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি অপর্ণা সিংহ রায় দত্ত‚ তখন সময়ে দীপ প্রজ্জ্বলন মন্ত্র পাঠ করেন সৌর প্রতিম শর্ম্মা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী খোয়াই জেলা শাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য‚ পরপর বক্তব্য রাখেন প্রকাশ সিংহ্‚ রজত পন্থ‚ অনিমেষ নাগ‚ অপর্ণা সিংহ রায় দত্ত। তারপর অনুষ্ঠানের সভাপতি দীপ্তেন্দু বিশ্বাস বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন‚ এরপর দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান প্রারম্ভ হয়। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সমাজসেবক সৌর প্রতিম শর্ম্মা।  দ্বিতীয়ার্ধের শুরুতেই খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিব্যাঙ্গজনদের মধ্যে শ্রবণযন্ত্র‚ হুইল চেয়ার‚ ট্রাইসাইকেল‚ ব্লাইন্ড স্টিক্ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়‚ তৎসঙ্গে এইবছর টি‚বি‚এস‚ঈ‚ মাধ্যমিক পরীক্ষায় ভালো মার্ক্স নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়।

    উল্লেখ্য যে‚ আজকে অনুষ্ঠান প্রাঙ্গণে সর্বমোট ২১৬ জন দিব্যাঙ্গজনের মধ্যে ৬৪১ ’টি সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও “খেলো ত্রিপুরা প্যারা গেইমস্” শীর্ষক বিভিন্ন ইভেন্টে খেলাধূলার আয়োজন করা হয়‚ যেখানে বহুসংখ্যক দিব্যাঙ্গজনেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এইদিন অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়‚ খোয়াই জেলা প্রশাসনের‚ বিভিন্ন লাইন ডিপার্ট্মেন্টের কর্মকর্তা‚ কর্মচারী‚ জনপ্রতিনিধি‚ গুণীজন- বিশিষ্টজনদের‚ দিব্যাঙ্গজনদের‚ সুবিধাভোগীদের উজ্জ্বল উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৪ঠা ডিসেম্বর ২০২৫
     

    3/related/default