নিজস্ব প্রতিনিধি,
আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেল রোডের রাস্তাটি প্রায় এক বছর ধরে বেহাল অবস্থা। বর্তমানে ওই রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে।চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।এই রাস্তা দিয়ে যান চলাচল করা একেবারে অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি সারাইয়ের কোন উদ্যোগ না নেওয়ায় সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন আগরতলা পুরাতন জেল রোড এলাকার স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দা জানান, রাস্তার সর্বত্র বড় বড় গর্ত, ভাঙা পিচ ও জল জমে থাকায় স্বাভাবিক চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এরমধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই রাস্তা দিয়ে কোনও রকম জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স, দমকল বা পুলিশ গাড়ি যাতায়াত করতে পারছে না। অসুস্থ রোগীদের কাঁধে করে বা হাতে করে নিয়ে যাওয়ার মত মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বহুবার প্রশাসন ও পুর নিগমকে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। রাস্তার অবস্থা এমন যে সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলো জলভর্তি হয়ে অদৃশ্য হয়ে যায়, ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, মহিলা যাত্রীদের চলাচল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে। তাই অতি সত্বর রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছে স্থানীয়রা। এখন দেখার এব্যাপারে পুর নিগম বা দফতর কি পদক্ষেপ নেয়।
akb tv news
15.12.2025

