আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তিন দেশের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সোমবার তিন দেশের সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে দিল্লি থেকে রওনা হন তিনি। তাঁর প্রথম গন্তব্য জর্ডন। রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের আমন্ত্রণে জর্ডন সফর যান প্রধানমন্ত্রী।এবছর ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ। এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বপূর্ণ। উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আলোচনার সম্ভাবনা। সফর শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, “আমি তিন দেশের সফরে জর্ডন, ইথিওপিয়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক এবং ওমান যাচ্ছি। এই তিনটি দেশের সঙ্গে ভারতের বহু প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক সম্পর্কও রয়েছে।”জর্ডন সফর সেরে ১৬ই ডিসেম্বর নরেন্দ্র মোদি পৌঁছবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। এই প্রথম ইথিওপিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী। ‘গ্লোবাল  সাউথ’-এর শরিক হিসেবে দু’দেশ আগেই পারস্পরিক সহযোগিতায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কে আরও বিস্তৃতির লক্ষ্যে সেখানকার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে জরুরি বৈঠক সারবেন নরেন্দ্র মোদি। ইথিওপিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, “আমি  ইথিওপিয়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকে আমার প্রথম সফরে যাব। আদ্দিস আবাবা আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরও। ২০২৩ সালে, ভারতের জি-২০ প্রেসিডেন্সির সময়, আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

















    akb tv news 

    15.12.2025


    3/related/default