নিজস্ব প্রতিনিধিঃ
দু'দিনের জেলা সফরে গিয়ে বুধবার বিলোনিয়া হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যপাল
ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।এদিন রাজ্যপাল বিলোনিয়ার রেডক্রস সোসাইটি ডিসট্রিক্ট অফিসও
ভিজিট করেন।সেখানে যাওয়ার পর রাজ্যপালকে পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এদিন
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় যে সীমান্তবর্তী
গ্রাম গুলি রয়েছে, সেই গ্রাম গুলিতে গিয়ে গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রকল্প গুলি যে রয়েছে
সেগুলির সুযোগ সবিধা পাচ্ছে কিনা তা ঘুরে দেখা হয়। আগে এই গ্রাম গুলিকে লাস্ট ভিলেজ
বা শেষ ভিলেজ বলা হত। এখন এগুলিকে ফাস্ট ভিলেজ বলা হয় বলে তিনি জানান।রাজধানী আগরতলার
বাসিন্দারা যে সকল সুযোগ সুবিধা গুলি পেয়ে থাকে এই সুযোগ সুবিধা গুলি সীমান্তবর্তী
গ্রাম গুলির লোকজনেরাও পাবে। সেগুলি প্রচারের জন্যই এখানে আসা হয়েছে বলে তিনি জানান।
akb tv news
10.12.2025

