আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সামগ্রিক ক্ষেত্রে রাজ্যে কৃষি ও কৃষকদের অবদান সবচেয়ে বেশি।।কৃষিমন্ত্রী রতন লাল নাথ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি দপ্তরের অধিকর্তা ফনি ভূষণ জামাতিয়া ও কৃষি দপ্তরের রাজ্য নোডাল অফিসার ডক্টর উত্তম সাহা সহ অন্যান্যরা।অনুষ্ঠানের সূচনা করার পাশাপাশি এই কর্মসূচিতে রকমারি সবজি ও ফলের পসরা সাজিয়ে বসা স্টল গুলির উদ্ধোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। এরপর তিনি বিভিন্ন স্টল গুলি ঘুরে দেখেন ও কথা বলেন লোকজনদের সঙ্গে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের ত্রিপুরা রাজ্য হল কৃষি ভিত্তিক। তাই সামগ্রিক ক্ষেত্রে রাজ্যে কৃষি ও কৃষকদের অবদান সবচেয়ে বেশি। রাজ্যে ১০০ শতাংশ সফলতা যদি দেখি তাহলে ৪৬ শতাংশ হল এগ্রি ও এগ্রি এরাইট। ট্যুরিজম, ব্যবসা এগুলি থেকে আসে ৪১ শতাংশ। আর শিল্পের অবদান শুধু ১৩ শতাংশ বলে জানান তিনি।  










    akb tv news 

    17.12.2025

    3/related/default