নিজস্ব প্রতিনিধি,
সোমবার পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিজ বিধানসভা
এলাকার ১৪, ১৫, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন। ১৫ নং ওয়ার্ডের
কালিকাপুর এলাকার রাস্তা প্রশস্ত করার পাশাপাশি কভার ড্রেন করার দীর্ঘদিনের দাবি ছিল
এলাকাবাসীর। এদিন সেই এলাকা পরিদর্শন শেষে এলাকাবাসী জায়গা ছেড়ে যদি সহায়তা করে
তবে সেই রাস্তা প্রশস্ত করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি রঞ্জিত নগর
এলাকার পুকুর সংস্কারে কিছু অসুবিধা সৃষ্টি হয়। এব্যাপারেও এদিন বিস্তারিত খোঁজখবর
নেন তিনি।পাশাপাশি ডিমারগেশন করে পুকুরটির নির্ধারিত জায়গা পরিমাপ করার নির্দেশ দেন
তিনি। বর্ডার এলাকার নিষ্কাশনের সমস্যারও খোঁজখবর নেন তিনি।এই পরিদর্শনকালে উনার সঙ্গে
ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিক, কর্পোরেটর নিবাস দাস, কর্পোরেট স্নিগ্ধা দাশ দেব, কর্পোরেটর
তুষার কান্তি ভট্টাচার্য , কর্পোরেটর নিতু গুহ দে ও রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল
সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
akb tv news
15.12.2025

.jpeg)