আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এলবার্ট এক্কা পার্কে বাংলাদেশের "বিজয় দিবস" উদযাপন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    ১৬ই ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের মহান বিজয় দিবস।প্রতি বছর ১৬ই ডিসেম্বর পালিত হয় এই দিনটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়।মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৪তম বার্ষিকী উদযাপন করে ভারতীয় ও বাংলাদেশি সশস্ত্র বাহিনী।আগরতলায় বিজয় দিবস উদযাপন শুধু একটি কূটনৈতিক অনুষ্ঠান নয়, বরং এটি বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঐতিহাসিক বন্ধন এবং মুক্তিযুদ্ধের চেতনার এক মিলনক্ষেত্র। বাংলাদেশের "বিজয় দিবস" উদযাপিত হল আগরতলার এলবার্ট এক্কা পার্কে। সেদেশের জনগণের প্রায় ৯ মাসের সশস্ত্র মুক্তি সংগ্রাম এবং তার জেরে ভারত-পাকিস্তান যুদ্ধের শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে। ঐতিহাসিক সেই স্বাধীনতা যুদ্ধে আগরতলা তথা ত্রিপুরা ও ভারতের গৌরবময় ভূমিকার স্মৃতি আবার উঠে এল বিজয় দিবসে। এদিন আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল  পার্কে ওই যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা  শাসক ডঃ বিশাল কুমার,রাজ্য পুলিশের ডি জি পি অনুরাগ ধ্যানকর সহ সেনা বাহিনীর পদস্থ আধিকারিক ও জওয়ানরা। ইন্দো পাক এই যুদ্ধে শহীদদের এদিন স্মরণ করেন রাজ্যপাল।

     









    akb tv news 

    16.12.2025


    3/related/default