নিজস্ব প্রতিনিধিঃ
গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া
২৭টি মোবাইল উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। যা নিয়ে থানায় মামলা করা হয়েছিল।
সেই মোবাইল গুলি উদ্ধার করে রবিবার তাদের মালিকের হাতে তুলে দেয় পুলিশ। পশ্চিম জেলার
এসপি নমিত পাঠক এদিন মোবাইল গুলি হ্যান্ড ওভার
করেন মালিকদের হাতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসপি নমিত পাঠক বলেন, দিন দিন সাইবার
ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এপিকে ফাইল গুলি ডাউনলোড না করার পরামর্শ দেন তিনি।
যার মাধ্যমে ব্যক্তিগত সকল ডাটা থেকে শুরু করে টাকাও হাতিয়ে নিচ্ছে দুষ্টচক্র। পাশাপাশি
এদিন তিনি মোবাইল হারিয়ে গেলে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) পোর্টালে
(ceir.gov.in) গিয়ে IMEI নম্বর ব্লক ও ফোন ট্র্যাক করার জন্য আবেদন করতে বলেন, যা
হারানো ফোন খুঁজে পেতে সাহায্য করে। প্রসঙ্গত আজকের এই ২৭টি মোবাইলের মধ্যে ২২টি মোবাইলই সি ই আই আর পোর্টালের
মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
akb tv news
07.12.2025

