Type Here to Get Search Results !

নারী ঘটিত অপরাধ হ্রাস করার উপর গুরুত্ব মন্ত্রীসভার বৈঠকে

বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
নারী ঘটিত অপরাধ হ্রাস করার উপর গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। আর এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই বৃহস্পতিবার(৩১মে) রাজ্য মন্ত্রীসভায় নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে সহয়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অ্যাসিড ঢেলে আক্রমণ, ধর্ষিতা, দৈহিক এবং মানসিক নির্যাতিতাদের জন্য কেন্দ্রীয় তহবিল থেকে ইতিমধ্যেই ১ কোটি ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সঙ্গে রয়েছে আরও কিছু প্রকল্প। বৃহস্পতিবার মন্ত্রীসভার সিদ্ধান্তের পর এমনটাই জানান আইনমন্ত্রী রতন লাল নাথ। প্ল্যাস্টিক বিরোধী অভিযানটিকেও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বর্তমান সরকার। 
এছাড়াও ১০,৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের মন্ত্রীসভার বৈঠকে। বর্তমানে চাকুরীচ্যুতদের মধ্যে হাতে রয়েছে ৯ হাজার ৮শ ৫৩ জন। যাদেরকে আগামী ৩০ জুন ২০২০ সাল পর্যন্ত চাকুরীতে বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবে বর্তমান সরকার। বৈঠকের পর এমনটাই জানান রাজ্যের আইন ও শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। 

তথ্যঋণঃ দীপক দে 
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে মে ২০১৮ইং  
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.