আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনলো নয়া সরকার

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ 
    রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রায় আড়াই মাসের মাথায় মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন। লিখিত পরীক্ষার মাধ্যমে সমস্ত নিয়োগ করা হবে। টিপিএসসি ১০ শতাংশ নম্বরের বেশি ফিজিক্যাল ইন্টারভিউ নিতে পারবে না। এরও ভিডিওগ্রাফি করা হবে। যোগ্যরাই যেন চাকরি পায় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বচ্ছতা বজায় রাখতে আগেকার সমস্ত নিয়োগ পদ্ধতি বাতিল করা হয়েছে। শনিবার(১৯মে) মহাকরণে মন্ত্রিসভার বৈঠকের পর একে একে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির কথা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ। এদিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করা হবে। মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী রতন লাল নাথ জানান, বর্তমানে রাজ্য পুলিশে মাত্র চার শতাংশ মহিলা রয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে রাজ্য সরকার শীঘ্রই এক অর্ডিন্যান্স জারি করতে চলেছে যার মাধ্যমে পঞ্চায়েত সচিব এবং বিডিও যৌথভাবে সই দিয়ে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত টাকা তুলতে পারবেন। আগের নিয়ম অনুযায়ী পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব সই দিয়ে টাকা তুলতেন। রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পঞ্চায়েত স্তরে অনেক জনপ্রতিনিধি পদত্যাগ করেছেন। এর ফলে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার সমাধানের জন্যই এই সিদ্ধান্ত বলে জানান আইনমন্ত্রী। এদিনের মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য পরিসেবার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়। 
    নিয়োগ করা হবে তিন লক্ষ টাকা মাসিক বেতনে একজন নিউরো সার্জন এবং দুই লক্ষ টাকা বেতনে একজন নিউরো এনেসথেসিস্ট। মন্ত্রী শ্রী নাথ আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জুডিশিয়াল কর্মচারীদের জন্য বেতন কমিশন অনুযায়ী বেসিকের ৩০ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। তা কার্যকর করা হবে ১লা জানুয়ারি ২০১৬ সাল থেকে। এই বকেয়া প্রদানের জন্য রাজ্য সরকারের ব্যয় হবে অতিরিক্ত প্রায় এক কোটি ৮৭ লক্ষ টাকা। নয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এদিনই প্রথম এতোগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসঙ্গে গ্রহণ করা হয়। তার আগে নয়া মন্ত্রিসভা শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের জন্য একটি কমিটি গ্রহণ করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে ছিলেন পরিবহনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। 

    ১৯শে মে ২০১৮ইং          
    3/related/default