Type Here to Get Search Results !

সমাবর্তন অনুষ্ঠানে আইনমন্ত্রীর অসম্মানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রদেশ সম্পাদিকার

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আইনমন্ত্রী রতন লাল নাথকে অপমানিত করার ঘটনায় ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রদেশ বিজেপি'র পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার(২৪মে) রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক আইনমন্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া এহেন ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবেই বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে পরিকল্পনামাফিক এটা করা হয়েছে। কমিউনিস্ট ভাবধারায় লালিত কিছু ব্যক্তির কারসাজিতেই এই ঘটনা বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এর জন্য দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন তিনি। প্রসঙ্গত, বুধবার(২৩মে) ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর পর ভাষণ রাখতে বলা হয় আইনমন্ত্রী রতন লাল নাথকে। আইনমন্ত্রীর ভাষণ শুরু করার কয়েক মুহূর্তের মধ্যেই আবার একটি চিরকুট ধরিয়ে ভাষণ বন্ধ করার জন্য বলা হয়। আইনমন্ত্রী তাতে চরম অপমানিত বোধ করেন। অনুষ্ঠান শেষ হতেই তিনি তার ক্ষোভ ও উষ্মা ব্যক্ত করেন। 

২৪শে মে ২০১৮ইং     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.