Type Here to Get Search Results !

বাংলাদেশে মাধ্যমিকের ফল প্রকাশ


প্রভাষ চৌধুরী, ঢাকা থেকে:
বাংলাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বছর পাস করেছে ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী আর জিপিএ- পেয়েছে লাখ ১০ হাজার ৬২৯ জন রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী বিস্তারিত ফলাফল প্রকাশ করেন এতে দেখা গেছে, ১০টি বোর্ডে ছাত্রদের তুলনায় দশমিক ১৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে তবে জিপিএ- প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে ছাত্ররা এবার ছাত্রী ৭৮ দশমিক ৮৫ এবং ছাত্র ৭৬ দশমিক ৭১ শতাংশ পাস করেছে আর ৫৪ হাজার ৯২৮ ছাত্রী এবং ৫৫ হাজার ৭০১ ছাত্র জিপিএ- পেয়েছে গতবারের চেয়ে জিপিএ- বেড়েছে হাজার ৮৬৮ জন এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন গতবছর ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন পরীক্ষা দিয়েছিল
এবার আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ মেয়েদের ৮০ দশমিক ৩০ শতাংশ উভয়ে জিপিএ- পেয়েছে লাখ হাজার ৮৪৫ জন অন্যদিকে, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ জিপিএ- পেয়েছে ছেলেরা হাজার ৯৮৮ মেয়েরা হাজার ৩৮৩ মোট হাজার ৩৭১ জন কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ জিপিএ- পেয়েছে মেয়েরা হাজার ৯১৪ জন ছেলেরা হাজার ৪৯৯ জন মোট জিপিএ- পেয়েছে হাজার ৪১৩
বছর ১০ বোর্ডের মধ্যে ৮টি সাধারণ বোর্ডে মাধ্যমিকে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ যেখানে ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ০৮ শতাংশ এবং ছাত্র ৮৫ দশমিক ১৫ দ্বিতীয় অবস্থানে ঢাকা বোর্ড, পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ ছাত্র ৭৯ দশমিক ৭৯ ছাত্রী ৮৩ দশমিক ১০ শতাংশ তৃতীয় কুমিল্লা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৪০, ছাত্র ৮১ দশমিক ২৯ ছাত্রী ৭৯ দশমিক ৬৯ শতাংশ চতুর্থ দিনাজপুরে পাসের হার ৭৭ দশমিক ৬২, ছাত্র ৭৫ দশমিক ৮১ ছাত্রী ৭৯ দশমিক ৫১ পঞ্চম অবস্থানে বরিশাল বোর্ড, পাসের হার ৭৭ দশমিক ১১, ছাত্র ৭৫ দশমিক ২৩ ছাত্রী ৭৯ দশমিক ০২, ষষ্ঠ অবস্থানে যশোর বোর্ডে ৭৬ দশমিক ৬৪, ছাত্র ৭৪ দশমিক ৪৪ ছাত্রী ৭৮ দশমিক ৮৭
সপ্তম চট্টগ্রাম বোর্ডে ৭৫ দশমিক ৫০, ছাত্র ৭৫ দশমিক ৮৬ ছাত্রী ৭৫ দশমিক ১৯, অষ্টম সিলেট বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ ছাত্র ৮১ দশমিক ৩৩, ছাত্রী ৭৯ দশমিক ৭১ শতাংশ অন্যদিকে, বিদেশি ৮টি কেন্দ্রে পাসের হার ৯৩ দশমিক ৭৮ জিপিএ- পেয়েছে ৯০ জন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান প্রমুখ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.