Type Here to Get Search Results !

১৫ বছর পূর্তিতে 'আমার গ্রাফিক্স' এর নানা কর্মসূচী


শুরুর সময়টা ছিলো ২০০৩ সাল। ফিরে দেখা ১৫টি বছরের পথ যে মসৃন ছিলো তা বলা যায়না। বহু বাধা বিপত্তিকে অতিক্রম করে শুধুমাত্র একাগ্রতা, ধৈর্য্য এবং নিষ্ঠাকে সঙ্গী করেই তিল তিল করে গড়ে উঠা আজকের "আমার গ্রাফিক্স"শূন্য হাতে একরাশ স্বপ্নকে সম্বল করেই প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লড়াইয়ে নামা। গুণমানের লক্ষ্যে অবিচল গুটিকয়েক যোদ্ধার বিশ্রামহীন লাগাতার সংগ্রামের ফলে আজ এক শক্ত মাটির ভিতে দাঁড়িয়ে "আমার গ্রাফিক্স"শুক্রবার(১জুন) আগরতলা প্রেসক্লাবে রাজ্যের স্বনামধন্য প্রিন্টিং প্রেস "আমার গ্রাফিক্স" তার ১৫ বছর পূর্তিকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলন করে। সম্মেলনে সংস্থার কর্ণধার আশুতোষ দে তার বক্তব্যে ১৫ বছর পূর্তিকে ঘিরে যা যা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন লড়াইয়ের পথে সঞ্চয়ের ঝোলায় থাকা সবার বহুমূল্য ভালবাসার দানই তার সবচেয়ে বড় প্রাপ্তি।তাই মাথায় নিয়ে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ১৫ বছরের পূর্ণতার আনন্দ উদযাপন করার সিদ্ধান্ত। 

তিনি আরও বলেন,গুণমানের সাথে আপোষ করেনা "আমার গ্রাফিক্স"-সে কর্মযজ্ঞই হোক কিংবা আনন্দ উৎসব।পাশাপাশি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতিতেও অঙ্গীকারবদ্ধ "আমার গ্রাফিক্স" সেই দিকে লক্ষ্য রেখে ২রা জুন ৫জন HIV আক্রান্ত শিশুর আজীবন দায়িত্বভার বহন করার সিদ্ধান্তে থাকছে " আমার গ্রাফিক্স"এই কর্মযজ্ঞকে সার্বিকভাবে সফল করার উদ্দেশ্যে ২রা জুনের অনুষ্ঠানে থাকছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী সুদীপ রায় বর্মণ,শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব এবং অধিকর্তা ড.সন্দীপ আর.রাঠোর, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ অশোক রায়, বি.সি.ডি.বি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সঞ্জয় পাল এবং টি.এস.এ.সি.এস এমপ্লয়িজ এ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল ভৌমিক। 
এছাড়া ১৩ই জুন খামটিংবাড়ী গ্রামে মহিলাদের সুস্বাস্থ্য বিষয়ক এক বর্ষব্যাপী কার্যক্রমে নিজেদের গর্বিত করার লক্ষ্যে আরো একটি কর্মসূচীতে থাকছে "আমার গ্রাফিক্স"সেখানেও বিশিষ্টজনদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়েছে। ঐদিন গ্রামের সব মহিলা এবং বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি গ্রামের সবার জন্য দ্বিপ্রাহরিক ভোজনের বন্দোবস্ত করা হয়েছে"আমার গ্রাফিক্স" পরিবারের পক্ষে। 
গোটা আবহকে একটি আনন্দ উৎসবের রূপ দিতে সংস্থাটির তরফে ১৬ই জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুঁলী এবং রাজ্যের বিশিষ্ট শিল্পীরা।

১৬ই জুন অনুষ্ঠানের শুভ উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা হয়েছে সংস্থার তরফে।
গোটা অনুষ্ঠানে সংস্থার কর্ণধার আশুতোষ দে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন



আরশি কথা ডেস্ক, আগরতলা
১লা জুন ২০১৮ইং 


 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.