Type Here to Get Search Results !

রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন কেশরীনাথ ত্রিপাঠী

তন্ময় বনিক,আগরতলাঃ
ত্রিপুরার ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। এখন অতিরিক্ত হিসেবে ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন। শুক্রবার(১৫জুন) রাজভবনে শপথ গ্রহণ করেন কেশরীনাথ ত্রিপাঠী। শপথবাক্য পাঠ করান ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি অজয় রস্তোগী। 
রাজ্যপাল হিন্দিতে শপথবাক্য পাঠ করেন। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা। 
তথাগত রায় প্রায় দুই মাসের জন্য ছুটিতে গিয়েছেন। সম্ভবত তিনি বিদেশ সফরে যাবেন। তাই এই সময়ের জন্য রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় কেশরীনাথ ত্রিপাঠীকে। 
বৃহস্পতিবার(১৪জুন) তিনি কোলকাতা থেকে আগরতলায় এসেছিলেন। শপথ গ্রহণের পর গার্ড অব অনার দেওয়া হয় রাজ্যপালকে। ব্যান্ডের তালে বেজে উঠে জাতীয় সঙ্গীত। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই জুন ২০১৮ইং      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.