আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কলেজে ভর্তির সময়সীমা বাড়ানোর দাবিতে সোচ্চার এবিভিপি

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
    কলেজে ভর্তি ইস্যুতে ছাত্রদের স্বার্থে সরব হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলেজে ভর্তির সময়সীমা বাড়ানোর দাবিতে শনিবার(৭জুলাই) উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন এবিভিপি। তাদের অভিযোগ তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অনেক ছাত্রছাত্রী আছে যারা এবছর এখনও কলেজে ভর্তি হতে পারেনি। এর কারণ এরা এখনও কাস্ট সার্টিফিকেট বের করতে পারেনি। তাছাড়া একটি বড় অংশের ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারেনি শতাংশের হিসেবে তাদের নম্বর কম থাকায়। সাধারণ মানের অনেক ছাত্রছাত্রীই এই নম্বরের মারপ্যাঁচে পড়ে কলেজে ভর্তি হতে পারছেনা। এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ঐ ছাত্রছাত্রীরা। তাদের স্বার্থের কথা ভেবে এবার সোচ্চার হলো এবিভিপি। ভর্তির সময়সীমা বাড়ানোর দাবিতে ডেপুটেশন দেওয়া হয় উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে। এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন এবিভিপির আগরতলা ইউনিটের সম্পাদক সরজু দেব।

    ছবিঃ সংগৃহীত
    ৭ই জুলাই ২০১৮ইং         
    3/related/default