আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় গাফিলতি রয়েছে - অভিযোগ প্রদেশ এনএসইউআইয়ের

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
    সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় গাফিলতি রয়েছে রাজ্য সরকারের। এমনটাই অভিযোগ তুললো প্রদেশ এনএসইউআই। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার(৫জুলাই) ডেপুটেশন দেওয়া হয় সখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে। এনএসইউআই এর রাজ্য সভাপতি রাকেশ দাস জানান, চলতি বছরের মার্চ মাসে নোটিফিকেশন জারি করা হয়েছিলো। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বি এড, প্যারামেডিক্যাল সহ উচ্চশিক্ষায় ভর্তির শেষ সময়সীমা ৮ জুলাই পর্যন্ত। অথচ যারা সরকারি কোটায় পড়বেন আজ পর্যন্ত তাদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। তাই উচ্চশিক্ষায় আগ্রহী সংখ্যালঘুদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়েছে। কংগ্রেসের এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় অবিলম্বে যেন এই তালিকা প্রকাশ করা হয়। এদিন দাবি সনদ তুলে দেওয়া হয় সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তা কোরক বরণ চৌধুরীর হাতে। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। সরকার বদলের পর সংখ্যালঘুদের এই ইসুতে সংশ্লিষ্ট দপ্তর এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীদের মধ্যে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ৫ই জুলাই ২০১৮ইং   
    3/related/default