Type Here to Get Search Results !

দায়িত্ব নিলেন টিআরটিসি'র চেয়ারম্যান দীপক মজুমদার, মহিলা কমিশনে এলেন বর্ণালী গোস্বামী

তন্ময় বনিক,আগরতলাঃ
রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কর্পোরেশন ও কমিশনগুলির নবনিযুক্ত চেয়ারম্যানরা দায়িত্ব নিতে শুরু করেছেন। প্রথমে টিআইডিসি'র চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন বিজেপি'র যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়। সোমবার(৯জুলাই) টিআরটিসি'র চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করলেন দীপক মজুমদার। একই দিনে মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বর্ণালী গোস্বামী। শ্রী মজুমদার টিআরটিসি'র দায়িত্ব নিয়েই বলেন, বিগত ২৫ বছরে টিআরটিসি অচল হয়ে পড়েছে। এই সংস্থাকে পুনরুজ্জীবিত করা হবে। যে সমস্ত রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত রুটে পুনরায় বাস চালু করা হবে বলে জানান তিনি। বোর্ড মিটিং এ টিআরটিসি'কে পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন। টিআরটিসি'কে সচল করতে এখন থেকে কর্মীদের যে কাজ করতে হবে সেই কথাও মনে করিয়ে দেন। দীর্ঘ বামফ্রন্টের শাসনে অনেকেই কাজ করার মানসিকতা হারিয়ে ফেলেছেন। তাদের এখন কাজ করতে হবে বলে প্রথমদিনেই বার্তা দেন নবনিযুক্ত চেয়ারম্যান। অফিসগুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধ পরিকর বলে জানান শ্রী মজুমদার। এদিকে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে দায়িত্বভার গ্রহণ করেন বর্ণালী গোস্বামী। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই দায়িত্ব দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। নতুন দায়িত্ব গ্রহণের পর শ্রীমতী গোস্বামী বলেন, আগে মহিলা কমিশন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। তাই মহিলা নির্যাতনের মামলায় পার পেয়ে যেতো দোষীরা। তিনি প্রতিশ্রুতি দেন এখন থেকে মহিলা কমিশন সঠিকভাবে কাজ রূপায়ন করবে। দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, ১৯৭৭ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করেছেন মহিলা কমিশনের বর্তমান চেয়ারপার্সন। ছেলেবেলা ও ছাত্রী জীবন কাটিয়েছেন ধর্মনগরে। তিনি আরএসএস এবং এবিভিপি'র সঙ্গে জড়িত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের উপর নানারকম অন্যায়ের প্রতিবাদে আন্দোলনও করেছেন।

ছবিঃ সংগৃহীত
৯ই জুলাই ২০১৮ইং            

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.