আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শহরের বুকে তৃণমূলের কালা দিবস পালন

    আরশি কথা
    রাজ রায়, কোলকাতাঃ
     অসমে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শিলচরে যান তৃণমূলের আট সদস্যের
    প্রতিনিধি দল৷ কিন্তু শিলচর বিমানবন্দরেই তাদের আটকে রাখে
    নিরাপত্তারক্ষীরা৷ অসম প্রশাসনের তরফে জানানো হয় শিলচরে কার্ফু জারি
    রয়েছে৷ তৃণমূল প্রতিনিধি দল শহরে প্রবেশ করলে উত্তেজনা তৈরি হতে পারে৷ 
    কিন্তু নিরাপত্তাবলয় ভেদ করেই বিমানবন্দর থেকে বেরিয়ে শহরে প্রবেশ করতে
    মরিয়া ছিলেন তৃণমূল সংসদীয় দলের প্রতিনিধিরা৷ তাদের বাধা দিলে
    নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ, বিধায়করা৷ বিজেপি
    শাসিত অসম প্রশাসনের আচরণের প্রতিবাদে শনি ও রবিবার রাজ্য জুড়ে কালা
    দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস৷ 
    এদিন শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে পালন করা হয় কালা দিবস৷
    গোপালনগর, গড়িয়াহাটে  চলে কালা দিবস পালন৷ গোপালনগরে কালা দিবস
    কর্মসূচীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন তৃণমূলের
    কর্মী, সমর্থকরা৷ অসমে এনআরসি খসড়া ও শিলচরের ঘটনার প্রতিবাদে
    গড়িয়াহাটে মিছিল করে পালিত হয় কালা দিবস৷ মিছিল থেকেই ডাক ওঠে
    অবিলম্বে অসমের এনআরসি খসড়া বাতিল করতে হবে৷ অসমে মানবিকতা বিপন্ন বলে
    দাবি করা হয় রাজ্যের শাসক দলের পক্ষ থেকে৷

    ছবিঃ সৌজন্যে রাজ রায়
    ৪ঠা আগস্ট ২০১৮ইং 
    3/related/default