আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবিতা...মিছিল খন্দকার, বাংলাদেশ

    আরশি কথা
    দৃশ্যের বীভৎস নন্দন
    .................
     মিছিল খন্দকার,বাংলাদেশ

     প্রাসঙ্গিক অনিচ্ছায়
    মৌন থাক দুপুরের প্রকৃত কারণ।
    দাঁতে নখ কাটার উদাসিনতা

    সূর্য ডোবার আগে কিছুটা বিষণ্ন থাক,
    এতে তার অধিকার আছে।
    দুঃখ থেকে কান্না ছেঁটে নিয়ে
    এই বসে থাকার সমূহ ভার
    নিয়ে সাবলীল নদীর আঁধারে
    তরঙ্গ তুলে ডুবছে নুড়ি
    আমার করতল থেকে তাকে ছুড়েছে যে কে
    বেখেয়ালে!
    তার ভাবনায় যে নৈরাজ্যময় গুঞ্জরণ
    জলের তুমুল ক্রোধে তাতে জ্বলুক আগুন মোহনায়
    কেননা দৃশ্যের নন্দন নিয়ে কী বিভৎস দাবানলে
    পুড়ে গেলে বন
    কেউ কেউ ছবি তুলে রাখে!                                                      
                                           
     ছবিঃ সৌজন্যে ইন্টারনেট                    
    3/related/default