Type Here to Get Search Results !

টিবিএসই পরিচালিত মাধ্যমিকের ফলাফলে এবছর পাশের হার ৬৪.৬০%

তন্ময় বনিক,আগরতলাঃ
প্রকাশিত হলো টিবিএসই পরিচালিত মাধ্যমিকের ফলাফল। এবছর পাশের হার ৬৪.৬০ শতাংশ। রাজধানীর স্কুলগুলিকে টেক্কা দিয়ে এবার এগিয়ে এলো মহকুমার স্কুলগুলি। শনিবার (৮ জুন) ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করেন। 
কৃতীদের মধ্যে সেরা দশের তালিকায় এবছর জায়গা করে নিয়েছে ১৯ জন ছাত্রছাত্রী। ৪৮১ নম্বর পেয়ে প্রথম হয় উদয়পুর ইংরেজি মাধ্যম স্কুলের কৃতি ছাত্র তথাগত দত্ত। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুজাতা পাল, মেলাঘর দ্বাদশের নরেন চন্দ্র পাল ও নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের সৌরদীপ দাস। তাদের প্রাপ্ত নম্বর ৪৮০ । তৃতীয় হয় উমাকান্ত একাডেমির সৌরদীপ ভট্টাচার্য। তার প্রাপ্ত নম্বর ৪৭৯ । চতুর্থ স্থানে রয়েছে বাইখোড়া স্কুলের শুভ্রনীল ভৌমিক। ৪৭৮ নম্বর পায় সে। ৪৭৭ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল কুরে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলের জয়দীপ পাল। ৪৭৬ নম্বর পেয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের মুসকান দেবনাথ ও শ্যামান্বিতা সরকার এবং শিশুবিহার স্কুলের অনুরাধা সাহা। ৪৭৫ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে লঙ্কামুড়া হাইস্কুলের সুইটি বর্ধন। ৪৭৪ নম্বর পেয়ে অষ্টম স্থানে জায়গা করে নেয় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মৃন্ময়ী ধর। যুগ্মভাবে নবম স্থানে রয়েছে বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অরিজিৎ মজুমদার, অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সৌরভ ঘোষ, শিশুবিহার স্কুলের দিয়া বণিক ও দীপায়ন সাহা। তাদের প্রাপ্ত নম্বর ৪৭৩ । যুগ্মভাবে দশম স্থানে রয়েছে উদয়পুর ইংরেজি মাধ্যম স্কুলের সোহম শীল, বৃন্তক শিক্ষা নিকেতনের রাজেশ দেবনাথ ও বিবেকানন্দ শিশু নিকেতনের বৃষ্টি বিশ্বাস। একই সঙ্গে এদিন মাদ্রাসা আলিম পরীক্ষারও ফল প্রকাশ করা হয়। পর্ষদ সভাপতি জানান, এবছর একজন কয়েদি বিশালগড় কেন্দ্রীয় কারাগার থেকে পরীক্ষা দিয়েছে।

ছবিঃ সুমিত কুমার সিংহ

৮ই জুন ২০১৯ইং  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.