আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এরশাদকে নিয়ে তাঁর সাবেক স্ত্রী বিদিশার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

    আরশি কথা
    ঢাকা ব্যুরো অফিস: এ জন্মে আর দেখা হলো না, আমিও আজমীর শরিফ আসলাম আর তুমিও চলে গেলে এমনটাই আক্ষেপ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। রোববার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে বিদিশা তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরিফ আসলাম আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবে না কোনও রাজনীতি।
    ’এছাড়া বিদিশা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করে কালো ব্যাজের ছবি দিয়েছেন। এরশাদ ও বিদিশার সন্তান এরিক দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। এর আগে সকাল পৌনে ৮টার দিকে সাবেক এই রাষ্ট্রপতি মারা যান।

    ১৪ই জুলাই ২০১৯
    3/related/default