আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রেম আখ্যান...." বাংলাদেশ থেকে আজম পাটোয়ারী এর কবিতা

    আরশি কথা
    প্রেম আখ্যান....

    আমি হেটেছি তোমার পথে, তোমার সাথে কিংবা একাকী নিশ্চুপে গোপনে। কখনও নিশাচর হুতুমেরা হয়েছে সাথী কখও বা স্বপ্ন ছড়ানো জোনাকির দল, আমি হেটে গেছি মহাকালের ওপারে ভালবাসার কামনা বিহিন আহ্বানে। এমনি করে, তেমনি ভাবে বুঝিনি আত্মার অসতর্ক ছল। তোমার আমার মাধুর্য সীমা খুজে ফিরেছি নীলের বুকে, কামনারা যখন লুকোচুরি খেলতো বাম বুকের নরম কুঠরিতে। এমনি করে সৃষ্টি হবে প্রেমের আখ্যান তেমন সুরে প্রলয় নিনাদ বাজবে, জলন্ত এক মহাকাব্য উর্বর বাতাসের ছন্দে।


    -- আজম পাটোয়ারী, বাংলাদেশ

    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২০শে অক্টোবর ২০১৯
    3/related/default