আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধুবড়ি থেকে চিলমারী উদ্দেশ্যে ২ জাহাজের যাত্রা শুরু ঃ উদ্বোধন করেন সহকারি হাই কমিশনার তানভীর মুনসুর

    আরশি কথা
    আবু আলী,ঢাকাঃ আসামের রাজধানী গৌহাটি থেকে বাংলাদেশের চিলমারীর উদ্দেশে দুটি জাহাজ যাত্রা শুরু করেছে। গতকাল ২৬ ডিসেম্বর গৌহাটিতে ধুবরি ওয়াটারওয়ে় ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে বাংলাদেশ সহকারী হাই কমিশনার তানভীর মুনসুর জাহাজ দুটির যাত্রা উদ্বোধন করেছেন। জাহাজ দুটি এমবি- আলবাহার এবং কুলসুম ও এমবি সাগর এক্সপ্রেস -২। চিলমারী থেকে নদী পথে আরও তিনটি বাংলাদেশি মালবাহী জাহাজ চলাচল করছে। এর আগে ২৩ নভেম্বর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চিলমারী থেকে ধুবড়ি পর্যন্ত পণ্যবাহী জাহাজের নিয়মিত বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পরে পাঁচটি বাংলাদেশী পণ্যবাহী জাহাজ চিলমারী থেকে ধুবরিতে যাত্রা করেছিল। উল্লেখ্য, চিলমারী-ধুবরি অভ্যন্তরীণ জল পরিবহন ও বাণিজ্য (পিআইডব্লিউটিটি) প্রোটোকলের অস্টম রুটের একটি অংশ।

    ২৬শে ডিসেম্বর ২০১৯
    3/related/default