আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘ভালোবাসতে কারণ লাগে না’ ...বাংলাদেশ থেকে সৈয়দ ইফতেখার এর কবিতা

    আরশি কথা
    ‘ভালোবাসতে কারণ লাগে না’

    তোমাকে ভালোবাসতে
    কারণ লাগে না।
    বারণ লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    একদিন লাগে না।
    তিন রাত লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    আজ ক্ষণ লাগে না।
    ওহ! সন লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    ফুরসত লাগে না।
    মারফত লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    অর্থ লাগে না।
    স্বার্থ লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    হতাশ লাগে না।
    সাতাশ লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    ফোন লাগে না।
    নেট জোন লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    সীমা লাগে না।
    বিমা লাগে না।

    তোমাকে ভালোবাসতে
    লাগে শুধু মন।
    আছি আমরণ।


    -- সৈয়দ ইফতেখার
    সাহিত্যিক, সাংবাদিক
    ঢাকা, বাংলাদেশ

    ১লা ডিসেম্বর ২০১৯
    3/related/default