আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অন্তর্ভুক্ত.... ত্রিপুরা থেকে দেবাশ্রিতা চৌধুরী এর কবিতা

    আরশি কথা
    অন্তর্ভুক্ত....

    অঞ্জলি পেতে রেখেছি দাও সুখ
    দাও প্রেম
    এই দেখ দু'হাতে যতটা ধরে সব নিলাম
    পৃথিবীর হাহাকার দ্বেষ বিভেদ
    বিতংসের মতো ফুটে থাক
    হৃদয়ের পরতে পরতে ,
    আচ্ছাদিত থাক তবে সুগন্ধি আতরে
    আমাদের অন্তর্ভুক্ত বিপণন দূরে যাক
    নীল সাগরের স্রোতের দোলায়
    দোলাচল মুছে যাক।

    সেসব প্রাচীন কথা ভেসে যাক জোয়ারের জলে
    সাগর থেকে মহাসাগরের প্রশান্ত গভীরে
    নাবিকের ভালোবাসা জোয়ারের জল
    সেকথা বোঝেনি সুচারু নারীরা
    ভালোবাসা হাতছানি দেয় প্রতিটি সায়াহ্নে
    সায়ানাইড প্রেম একবার আসে
    মৃত্যুর চেয়েও মহান,
    কালিন্দীর বুকে ঝড় তোলে কালীয় নাগ

    তারও পরে সপ্তডিঙা ভেসে চলে উজানী নগরে
    বেসাতি মিথ‍্যে হলো প্রেমহীন বাসরে।


    -- দেবাশ্রিতা চৌধুরী,ত্রিপুরা

    ৯ই ফেব্রুয়ারি ২০২০
    3/related/default