Type Here to Get Search Results !

দূরত্ব....." বাংলাদেশ থেকে মোঃ গোলাম রাব্বানী এর কবিতা

দূরত্ব.....

*** আজ দূরত্ব মসজিদ - মন্দির - গীর্জায় দূরত্ব মহামারি করোনায় দূরত্ব সবখানেই আজ গড়েছে করোনার ভাইরাস সমাজ। দূরত্ব পথে - ঘাটে পণ্যের বাজার ও হাটে দূরত্ব আজ সবখানেই কেবলই দূরত্ব নেই সচেতনেই। দূরত্ব চিকিৎসক ও সেবা প্রাপ্তির আজ অর্থ - বৈষয়িক উন্নতির দূরত্ব শিক্ষা - স্বাস্থ্য ও খাদ্যের দূরত্ব আজ সমাজের। দূরত্ব করোনায় ভোগান্তি সন্তান অবহেলার দূরত্বে হারিয়ে প্রাণ আজ দূরত্ব খেটে খাওয়া মানুষের হতদরিদ্র ও বঞ্চিত শিশুদের দূরত্ব যোগাযোগ ও পথ চলতে আজ ভয়ানক দূরত্ব মানবতাতে। প্রেমিক- প্রেমিকা ও বৈধ নথিপত্রের স্পর্শে স্বামী -স্ত্রীর আদর্শে আজ দূরত্ব সমালোচনা -প্রশাসনে মানসিক চেতনার রূপ জনমনে। দূরত্ব আজ সবখানেই করোনায় বিশ্বের নাজেহাল অসচেতনায় দূরত্ব চিকিৎসা - ও করোনাভীতিদের দূরত্ব বেড়ে গেছে বিজ্ঞানের। দূরত ক= কোরআনে দূরত্ব র= রমজানে দূরত্ব ন= নামাজে সবখানেই দূরত্ব বিশ্বসমাজে এই তত্বীয় আলোচনায় আজ দূরত্ব বুঝি করোনায়। আর আমার দূরত্ব বুঝি এখন এই কবিতাই খুঁজি পথিকের বেশে আজি।

- মোঃ গোলাম রাব্বানী
বাংলাদেশ

৩১শে মে ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.