Type Here to Get Search Results !

‘চীনা টিকার ট্রায়াল নিয়ে কিছুই জানেন না বাংলাদেশের বিদেশমন্ত্রী

আবু আলী, ঢাকা,আরশিকথা॥ কোভিড-১৯ প্রতিরোধে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু না জানায়নি বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২৭ জুলাই সোমবার রাজধানীর রেল ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের কাছে ১০টি রেল ইঞ্জিন হস্তান্তর করে ভারত। এই অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই সে দেশে আটক বাংলাদেশি যুবক রায়হানকে সাহায্য করবে সরকার। বাংলাদেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল খুব শিগগির শুরু হবে বলে আশা করা হচ্ছে। দেশের সাতটি হাসপাতালের দুই হাজার ১০০ স্বাস্থ্যকর্মীর উপর এই ট্রায়াল হবে। তবে এই ভ্যাকসিনের অনুমোদন কোন মন্ত্রণালয় দেবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

২৭শে জুলাই ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.