আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অবিনশ্বর কান্ডারী" ......... টিংকু রঞ্জন দাস, ত্রিপুরা

    আরশি কথা


     অবিনশ্বর কান্ডারী

    *"""*""""**


    মানুষ ঘুমিয়ে থাকে, জেগে থাকে বাস্তববাদী ঈশ্বর,

    আত্মবিস্মৃত ঘুমেরা ভুলে যায় পোড়ামাটির ইতিহাস

    স্বপ্নভূক যন্ত্রণাগুলি কাতরায় বেলা-অবেলার মায়াজালে

    শূন্যে ভাসে সহায়-সম্বলহীন দীর্ঘনিঃশ্বাস অসতর্ক নিনাদে।


    তুমি হেঁটেছো বহুদূর, মেহনতী মন জুড়ে শুধুই সংগ্রাম,

    তোমাকে হাঁটতে দেখেছি স্ট্রীট লাইটের আলোর নিচে

    হেঁটেছো তুমি মাইলস্টোন গুনে সহস্রাব্দ পথিকের আয়োজনে

    মাটির ঘ্রাণ গায়ে মেখে প্রতিক্ষণ হেঁটেছো তুমি যান্ত্রিক বলয়ে।


    তোমার প্রতিটি ভাবনায় ছিল আত্মপ্রত্যয় এর দর্শন,

    আগুনের লেলিহান শিখার সাগরে ছিল দয়ার উত্তাল ঢেউ

    কঠিন বিষয়ও সহজ সরল কূট-কৌশলের মারপ্যাঁচে

    বোধগম্য শব্দমালায় 

    গেঁথে নিতো দলিত সূর্যের প্রভাত।


    এইতো, মেঘের দিন শেষ করে আমরা ছুটেছি আলোর আকাশে

    মানুষের হাত ধরেই তো এগিয়ে যায় বিজ্ঞান ও ইতিহাস

    তোমাকে ফিরে পাবার বাসনায় কতো দিন কতো রাত্রি

    আমরা জেগে থাকি আমাদের স্বপ্ন চিহ্নে অনন্ত তিমির সাধনায়।


    সময় পেরিয়ে যায় সময়ের অনন্ত হাতে সময়কে সঁপে দিয়ে,

    এখনো বেঁচে আছে এই দেশ এই জাতি মান- হুশহীন মানুষ নিয়ে

    আলোর জোয়ারে ভেসে যারা ছুঁয়ে থাকে নারী স্বাধীনতার মহাকাব্য

    তাদের হাত ধরেই তুমি জেগে থাকো মহাপ্রলয়ের অবিনশ্বর কান্ডারী।


    টিংকু রঞ্জন দাস, ত্রিপুরা

    ২৬শে সেপ্টেম্বর ২০২০

    3/related/default