Type Here to Get Search Results !

করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে ভারত ॥ ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কভার হস্তান্তর

আবু আলী, ঢাকা ॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে সহযোগিতা এবং ১ কোটি মানুষকে আশ্রয় দিয়ে লাল সবুজের পতাকা পেতে বিশাল অবদান রেখেছিল প্রতিবেশি বন্ধুপ্রতীম দেশ ভারত। এরপর থেকে সহযোগিতার হাত বাড়িয়েই চলেছে দেশটি। বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে সমগ্র বিশ্ব আজ অসহায় হয়ে পরেছে, ঠিক সেই সময় আবারও পাশে দাঁড়িয়েছে বন্ধুপ্রতীম দেশ ভারত। যদিও তারা নিজেরাও ওই ভাইরাসের সাথে লড়ছেন। তবে প্রতিবেশি দেশটির প্রত সহানুভূতির কথা ভোলেননি। করানাভাইরাসের বিস্তরাধে ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কভার দিয়েছে। ২৫ মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয়হাই কমিশনার রিভা গাঙ্গুালী দাস বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের হাতে এগুলো তুলে দেন। ভারতীয় হাইকমিশনের তরফ থেকে বলা হয়, ভারতের ‘প্রতিবেশী প্র্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে গত ১৫ মার্চ ২০২০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। এই অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারত ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। কমিশনের তরফ থেকে আরও বলা হয়, নরেন্দ্র মোদীর ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়। পরবর্তীতে, বাংলাদেশ সরকারসহ সার্কভুক্ত বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে। সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের ডাক্তার এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও সম্মেলন পরিচালনা করার প্রস্তুতিও চলছে।

২৫শে মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.