নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
করোনা পজিটিভ বিএসএফ জওয়ান যারা সুস্থ হয়ে উঠছেন তাদের জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে।কোভিড ১৯ আক্রান্ত রোগীদের কেন্দ্রীয় সরকারের গাইড লাইন মেনে ১০দিন পর ছুটি দেওয়া হচ্ছে।শুক্রবার(১৫ মে) ১৩৮ নং ব্যাটেলিয়নের ১৩ জন জওয়ানকে ছুটি দেওয়া হয়েছে।তার আগে বুধবার(১৩ মে) ১৪ জনকে এবং বৃহস্পতিবার (১৪ মে) ১৩ জনকে ছুটি দেওয়া হয়েছিলো।
অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৪০ জন বিএসএফ জওয়ান ছুটি পেলেন জিবি হাসপাতাল থেকে।তাদের সবাই সুস্থ আছেন।ছুটি পাওয়ার পর বিএসএফ জওয়ানদের বেহালাবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছে।তাদের সাত দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।করোনায় আক্রান্ত অন্যান্য বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা চলছে জিবি হাসপাতাল ও ভগৎ সিং যুব আবাসে।তাছাড়া শালবাগান বিএসএফ হাসপাতালে একজন রয়েছেন বলে জানা গিয়েছে।প্রসঙ্গত,প্রথমদিকে একজন মহিলা ও একজন টিএসআর জওয়ান করোনায় পজিটিভ হয়ে জিবি হাসপাতাল থেকে চিকিৎসার পর সুস্থ হয়ে ছুটি পেয়ে যান।সব মিলিয়ে এখন পর্যন্ত ৪২ জন করোনায় আক্রান্ত রোগী জিবি হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই মে ২০২০