আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে পালিত আন্তর্জাতিক যোগা দিবস

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    করোনা পরিস্থিতির কারণে এবছর ঘটা করে বড় পরিসরে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা না হলেও বিভিন্ন জায়গায় এউপলক্ষে যোগা শিবিরের আয়োজন করা হয়।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবছর সপরিবারে নিজের সরকারি আবাসেই যোগা করেন।দিবসটিকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র এই একটি দিনই নয় বরং প্রতিদিনই শরীর ও মনকে সুস্থ রাখতে সবা্র যোগাভ্যাস করা উচিত। 

    এছাড়া সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য মন্ত্রী বিধায়করাও নিজ বাড়িতে এবং নির্দিষ্ট জায়গায় আন্তর্জাতিক যোগা দিবসে যোগা করেন।

    তাদের অনেকেই সোশ্যাল সাইটে যোগার ছবি আপলোড করেছেন।

    তবে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় এনএসআরসিসি তে।রবিবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত সহ রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের বিশিষ্টজনেরা।আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত ক্রীড়া অনুরাগীরা যোগায় অংশ নেন।এদিকে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের উদ্যোগে যোগা দিবসের অনুষ্ঠান হয় উমাকান্ত ইংরেজি মাধ্যমের হলে।এখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি'র সভাপতি ডাঃ মানিক সাহা।তিনি শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত যোগা চর্চার পরামর্শ দেন।এখানেও উপস্থিত সবাই যোগায় অংশ নেন।


    প্রধান ছবিঃ সুমিত কুমার সিংহ
    ছবিঃ সংগৃহীত 

    ২১শে জুন ২০২০ 
    3/related/default