ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন ওয়েব পোর্টালের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এখন থেকে অনলাইনে মায়ের দর্শন করা যাবে এই পোর্টালের মাধ্যমে।শনিবার ( ৫ ডিসেম্বর ) মহাকরণে মুখ্যমন্ত্রী এই পোর্টালের সূচনা করেন।
সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অনলাইনে লাইভ দর্শন করা যাবে।অনলাইনে দানও করা যাবে এই পোর্টালের মাধ্যমে।মুখ্যমন্ত্রী বলেন,মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পর্যটনমন্ত্রক ৩৮ কোটি টাকা মঞ্জুর করেছে।তা দিয়ে স্টেশন থেকে রাস্তা পর্যন্ত ওভারব্রিজ নির্মাণ,আলোক সজ্জা,জলের ব্যবস্থা করার কাজ হবে।তিনি দেশ বিদেশের সমস্ত অংশের মানুষের প্রতি আহ্বান জানান ত্রিপুরায় আসার জন্য এবং ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনের জন্য।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৫ই ডিসেম্বর ২০২০