Type Here to Get Search Results !

আমার মাতৃভাষা" ঃ মৃণালকান্তি পণ্ডিত, ত্রিপুরা

আমার মাতৃভাষা"


একুশ মানেই ভাষার রমন; ভাষা শহীদদের স্মরণে কায়মনো শ্রদ্ধাঞ্জাপন,

একুশ মানেই প্রাণের প্রথম স্পন্দন; মা... মা... ডাকে  মা'য়ের চিত্ত হরণ।

বলতে নেই সেই আবেগের কথা; শুনতেও নেই মন খারাপের আবোল তাবোল হযবরল সে ধোঁয়াশা,

কালের নিয়মে শিখতেই হবে ইংরেজি; আর সেই ফাঁদেই দুর্বল নিঃশ্বাস নিয়ে আমার বাংলাভাষা।

আমার ভাষা আমার ভাষা বাংলা মায়ের স্নেহমাখা মিষ্টি মধুর ভালোবাসা,

যে ভাষায় গর্বে ভরা উদম যৌবন; সেই ভাষাই আমার মান-অভিমান আমার মাতৃভাষা।

দিকদিগন্তে উড়ছে কেতন ব্যানার ফেস্টুন যেথায় যখন-- চেয়ে দেখি ফুটছে সেথায় ইংরেজিরই বোল,

মা'য়ের ভাষা বাংলা ভাষা -- ছোঁয় না যেন আর আগের মতো বাংলা মায়ের যতন কোল।

যে ভাষাতে রবি'র গানে বিশ্ব আলো; সেই ভাষাতেই বিশ্ববাসী -- মানিক রতন নিচ্ছে যেন রাশিরাশি,

সেই ভাষাতেই অধুনা বাংলার কোলে চলে না কেন আগের মতো তোমার আমার আপন মসি।

প্রশ্ন অনেক তাড়া করে দগ্ধ সুরে অরুণ বরুণ বাজায় মনে -- দুঃখভরা করুণ বাঁশি,

যে তারে বাঁধা তানপুরা; যে সুরে মধুপ গুঞ্জন -- কোন মোহে মেঘ ঢাকে তার পূর্ণিমার অনুপম শশী।

জরিপ করা মনে প্রশ্নগুলো তাই হাঁটতে থাকে আবেশিত সেই আবেগ জড়ানো পথে,

সসীম ভাব-তরঙ্গে জেগে ওঠে বিষাদ-সিন্ধু; সেই ঢেউয়েরই -- কোলাজের সাথে সাথে।

জীবিকা চাই ; সুখ চাই; চাই প্রাসাদ সম বাড়ি; চাই বিশ্বের দরবারে সুউঁচ্চ যেন হয় ঠাঁই,

সুরভিত ছন্দের সেই প্রশান্তির আলো তেমনটি করে বাংলাভাষায় যেন আর নাই।

জ্বালাতে হবে জীবন-প্রদীপ;ধরতে হবে হাল--যুগের সাথে এই প্রজন্ম দিচ্ছে তাই ইংরেজিকেই সম্মান,

শিশুতোষ আকাশে অভিমানী বাংলাভাষা তাইতো দিনদিন -- হারাচ্ছে তার সৌরভ মণ্ডিত মান।

তাই একটু একটু করেই অস্তিত্ব হারিয়ে চলেছে বাংলাভাষা অন্ধকারের সেই ছাউনিতে,

যেন অচিরেই দোল খাবে সে চিলেকোঠায় আশ্রিত নিস্প্রভ আলোর দোলনাতে।


- মৃণালকান্তি পণ্ডিত, ত্রিপুরা


২১শে ফেব্রুয়ারি ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.