Type Here to Get Search Results !

দিঘায় বিশাল তেলিয়া ভোলা মাছ,বিক্রি হল ১৩ লক্ষ টাকায়

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দিঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালদেহি তেলিয়া ভোলা মাছ। ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা। ৫৫ কেজির মাছ বিক্রি হল ১৩ লক্ষ টাকায়। কিনল এসএসটি নামে এক সংস্থা। পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘার মোহনা। এখানেই মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে মাছটি। শোরগোলও শুরু হয়ে যায়। ডিমের জন্য ৫ কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় ৫০ কেজি। টানা তিন ঘণ্টা দরদামের পর ২৬ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা। আর তাতেই দারুণ মুনাফা হল ব্যবসায়ীদের। জানা গিয়েছে, এই মাছের পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে। সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা বলেন, “এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয় তেলিয়া ভোলা।” দক্ষিণ ২৪ পরগনার নৈনানের এক বাসিন্দা মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায়। আড়তদার কার্তিক বেরা বলেন, “এই মাছটি স্ত্রী মাছ ছিল। পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম। ৬ দিন আগে ৩০ কেজি ওজনের একটি পুরুষ তেলিয়া ভোলা বিক্রি হয়েছিল ৯ লক্ষ টাকায়।” দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, এই মাছ বছরে দুই থেকে চারটি ওঠে। যার জালে জড়ায় তাঁরই কপাল খুলে যায়।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

২৭শে জুন ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.