Type Here to Get Search Results !

আগরতলা পুরনিগম এলাকায় সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সদর মহকুমার মহকুমা শাসক আগরতলা পুরনিগম এলাকায় সোমবার ২৭ জুন, ২০২২ রাত ৮টা থেকে ২৮ জুন, ২০২২ সকাল ৬টা পর্যন্ত সময়ে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ অনুযায়ী উল্লেখিত সময়ে আগরতলা পুরনিগম এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্য ছাড়া দ্বিচক্র যানে পেছনের আসনে কাউকে বসানো, একই সঙ্গে দুই বা ততোধিক বাইক একসঙ্গে চলা, মাইক্রোফোন ও এম্প্লিফায়ার এবং অন্যান্য স্বরবর্ধক যন্ত্র ব্যবহার, ইটের টুকরো বহন, অবৈধ বহিরাগতদের প্রবেশ, লাঠি নিয়ে চলাফেরা ইত্যাদির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সরকারি কর্মচারিদের ক্ষেত্রে এবং চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসি ১৮৬০-র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৭শে জুন ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.