Type Here to Get Search Results !

দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যাঃ আরশিকথা বাংলাদেশ

শাহ্ জালাল, ফরিদপুর,আরশিকথাঃ  

বিভিন্ন স্থানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এদিকে মশা নিধনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামাঞ্চলে যদি এই মুহূর্তে পদক্ষেপ কিংবা জনসচেতনতামূলক কোনো কার্যক্রম না চালানো হয় তাহলে এর প্রকোপ বাড়বে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। 

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত নগরকান্দা উপজেলা ৫০ শয্যা  হাসপাতালে ২৪ ঘনটায় ভর্তি রয়েছেন ১১ জন রোগী।এ পর্যন্ত ১২৭ জন ডেঙ্গু রোগি কে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। অথচ মশা নিধনে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। এতে এডিস মশার জন্ম হতে পারে। জ্বরে আক্রান্ত হলে দ্রুত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। সবাইকে মশারি ব্যবহার করার জন্য অনুরোধ করেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১০ই আগস্ট ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.