বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্ত কে সারস্বত সম্মাননায় সম্মানিত করেছে রেওয়া। প্রখ্যাত সঙ্গীত শিল্পী নুপূর ছন্দা ঘোষ, অভিজিৎ বসু, অনুশীলা বসু ,সরমা সেন, সম্মানীয় অতিথি রুনা দাশগুপ্ত, অভিজিৎ দাসগুপ্ত এর উপস্থিতিতে এক সংগীত সন্ধ্যা আয়োজিত হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী দেবাদৃত চট্টোপাধ্যায়, সমীরণ সেন, কবি রিনা গিরি, বিশিষ্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট দীপিকা তরফদার প্রমুখ।
তাছাড়াও অনুষ্ঠানে ত্রিপুরা থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুজাতা সোম কীর্তন ও সুফি গান পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশনায় ছিলেন রাজ্যের আরেক উদীয়মান শিল্পী ইপ্সিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য নৃত্যশিল্পীরাও। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মধুমিতা বসু।
এই মনোজ্ঞ অনুষ্ঠানে আগরতলার উদীয়মান শিল্পীদের দ্বারা পরিচালিত সংস্থা গসিপস এর কথায় সুরে আড্ডায় উপস্থাপনা ছিলো স্বর্ণযুগের শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সংস্থার প্রতিষ্ঠাতা তীর্থঙ্কর চৌধুরী ও অমিত কুমার চৌধুরী এবং সহ প্রতিষ্ঠাতা অরিত্র কুমার চৌধুরীর নির্দেশনায় কণিকা দেবনাথ, ঈপ্সিতা মুখার্জী, ও তমঘ্ন ধর সমবেত সঙ্গীত পরিবেশন করেন।
আরশিকথা পাঁচমিশেলি
৬ই জুলাই ২০২৪