Type Here to Get Search Results !

করোনার কারণে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর: বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় সতর্কতা হিসেবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার(১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান। এ ব্যাপারে আজই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান উপমন্ত্রী। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এলো। করোনা আতঙ্কে রাজধানীসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে আসছিল। অনেকে ক্লাসে যাওয়া থেকে বিরত থাকছেন। দেশে করোনা পরিস্থিতি এতটা মারাত্মক আকার ধারণ না করলেও সতর্কতা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করে দেওয়া উচিত বলে মত আসছিল বিভিন্ন মহল থেকে। শিক্ষা মন্ত্রণালয় এত দিন বলে আসছিল এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে নাকি বন্ধ রাখা হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। এর একদিন পরই জরুরি বৈঠকের পর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এদিকে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

১৬ই মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.