Type Here to Get Search Results !

২৪ ঘন্টায় বাংলাদেশে ৩০৯ জন করোনা শনাক্ত, মারা গেছেন ৯ জন

আবু আলী, ঢাকা ॥ বাংলোদেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা একদিনে আবারও তিনশ ছাড়িয়ে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন এবং মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। ১৮ এপ্রিল রাজধানী ঢাকার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরও বলেন, ‘আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেগুলোর মধ্যে সর্বমোট সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন। এ যাবৎ মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৮৪ জন।’ তিনি বলেন, ‘পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই, এ রকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা ৮। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।’ আইইডিসিআর পরিচালক বলেন, যে ২ হাজার ১৪৪ জন আক্রান্ত, তাদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ৫৬৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন এবং আমাদের পরামর্শ নিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘যে রোগীরা হাসপাতালে আছেন তাদের মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। বাকি সবার সবার অবস্থা মোটামুটি স্টেবল।’ বয়সভিত্তিক বিশ্লেষণ করে ডা. সেব্রিনা বলেন, ‘সর্বমোট সংক্রমণের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর পর্যন্ত। এখানে শতকতা ২৭ ভাগ রয়েছেন। এরপরেই ৩১ থেকে ৪০ বছর বয়স, এখানে রয়েছেন শতকরা ২২ ভাগ। এর পরবর্তীতে ৪১ থেকে ৫০ বছর বয়স, এখানে রয়েছেন শতকরা ১৯ ভাগ। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ ভাগ এবং অবশিষ্টরা নারী।’ এর আগে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২৬৬ জন, মৃত্যু হয় ১৫ জনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৩৪১, মৃত্যু হয় ১০ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১৪৪ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৮৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন।

১৮ই এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.