Type Here to Get Search Results !

রাজ্যে বর্তমানে ১ লক্ষ ৪১ হাজার ৪০১ জনকে ভাতা দেওয়া হচ্ছেঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


জাতীয় ভাতা প্রকল্পে রাজ্যে বর্তমানে ১ লক্ষ ৪১ হাজার ৪০১ জনকে পিএফএমএস-এর মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। রাজ্যে ১ লক্ষ ৫৮ হাজার ১৯৭ জনের মধ্যে ১৬ হাজার ৭৯৬ জনকে এখনও ভাতা দেওয়া সম্ভব হয়নি। বুধবার সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, রাজ্যে সামাজিক ভাতা প্রদান নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা সঠিক নয়। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে জাতীয় ভাতা প্রকল্পের অধীনে সমস্ত ভাতা প্রাপকদের পিএফএমএস-এর মাধ্যমেই ভাতা দিতে হবে। রাজ্যের ১৬ হাজার ৭৯৬ জনের ক্ষেত্রে ব্যাঙ্কের সমস্যার কারণে ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের নাম পিএফএমএস-এর নিবন্ধিত না হওয়ার কারণে ভাতা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সিডিপিও অফিস, অঙ্গনওয়াড়ি অফিসের মাধ্যমে যেসব সমস্যা রয়েছে তার সংশোধনের কাজ চলছে। যাতে দ্রুত ১৬ হাজার ৭৯৬ জনকে পিএফএমএস-এ নিবন্ধিত করা যায়। তিনি আরও জানান, বর্তমানে রাজ্য সরকার পরিচালিত সমস্ত সামাজিক ভাতা প্রাপকদের ভাতা বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এই ক্ষেত্রে রাজ্যের মোট ২ লক্ষ ৩১ হাজার ২৪২ জন ভাতা প্রাপকদের মধ্যে মোট ৬২ হাজার ৪৮৭ জনের ভাতা বিএমএস পোর্টালের মাধ্যমে দেওয়ার কাজ চলছে। বাকী ১ লক্ষ ৬৮ হাজার ৭৫৫ জনের সামাজিক ভাতা জুন মাস পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার আসার পর ৩৩ হাজার ৫২৩ জনকে নতুন করে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পে ভাতা দেওয়া হয়েছে। বর্তমানে দশটি সম্প্রদায় থেকে ১০ জন সমাজপতিদের সান্মানিক ভাতা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিএমএস পোর্টালের মাধ্যমে ভাতা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। ভাতা প্রাপকদের ভাতা পেতে কিন্তু বিলম্ব হচ্ছে। সেটা ভাতা প্রাপকদের কাগজপত্র সংক্রান্ত এবং ব্যাঙ্ক সংক্রান্ত কিছু সমস্যা বলেই হচ্ছে। যা অতি দ্রুত যাতে সমাধান করা যায় এবং ভাতা প্রাপকরা যাতে ভাতা পেতে পারেন সেইজন্য দপ্তর উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা ড. সিদ্ধার্থ শিব জশওয়াল উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৭ই সেপ্টেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.