Type Here to Get Search Results !

দুই সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা

ব্যুরো এডিটর,ঢাকা: বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুরায় ‘দারিদ্র্যের কারণে দুই সন্তানকে হত্যার পর’ এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে রায়পুরা পৌর এলাকার তুলাতলী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন- কাজল মোল্লা (৩২), তার মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লা (৫)। পুলিশের ধারণা, দারিদ্র্যের কারণে সন্তানদের হত্যার পর কাজল আত্মহত্যা করেছেন। এ বিষয়ে নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, ‘কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে তাদের বাড়িতে থাকে না। তিনি উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়ি থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন খোঁজখবর নিতে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসেন এবং দেখা করে সন্ধ্যার পর চলেও যান। তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) সকালে খবর পাই আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানকে হত্যা করে তিনি আত্মহত্যা করেছেন। গিয়ে দেখি বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে সন্তান দুটির মরদেহ পড়ে আছে এবং একটি গাছে তার মরদেহ ঝুলছে।’ রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ারর হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্তানদের নিয়ে সে আত্মহত্যা করেছে। তদন্তের আগে এর বেশি কিছু বলা সম্ভব নয়।
২২শে জুন ২০১৮ইং