Type Here to Get Search Results !

রেলমন্ত্রীর উদ্দেশ্যে বাম যুবাদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
রেল বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে ডিওয়াইএফআই।সারা দেশের সঙ্গে রাজ্যেও রেল আধিকারিকের মাধ্যমে রেলমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয়।আগরতলায় স্টেশন ম্যানেজারের কাছে দেওয়া হয় ডেপুটেশন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব।তাদের সঙ্গে ছিলেন টিওয়াইএফ এর প্রতিনিধিরাও।বাম যুবাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার ১০৯টি রুটে ১৫১টি রেল বেসরকারিকরণ চাইছে।তাতে রেল ভাড়া যেমন বৃদ্ধি পাবে তেমনি কর্মী ছাটাইও ঘটবে।তাই কেন্দ্রীয় সরকার যেন দেশের স্বার্থের পরিপন্থী এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

১৫ই জুলাই ২০২০