Type Here to Get Search Results !

ভুয়া কোভিড-১৯ সনদ নিয়ে বালাদেশ থেকে কেউ ইতালি যাননি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আবু আলী, ঢাকা ॥ ১ হাজার ৬০০ বাংলাদেশি সম্প্রতি ইতালি গিয়েছেন তারা ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে যাননি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৬ জুলাইল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের তনফথেকে বলা হয়, কিছু যাত্রী পরবর্তীতে দরকারের জন্য নিজেদের উদ্যোগেই কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে যান তবে ইতালি সরকার সেখানে ভ্রমণের জন্য এখনও কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকার কোনো শর্ত আরোপ করেনি, জানায় মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় তেকে আরও বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে কিছু বাংলাদেশি যারা সম্প্রতি ইতালি গিয়েছেন তারা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম মানেননি এবং তাদের মধ্যে অল্প কয়েকজন সম্ভবত স্থানীয়ভাবে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারেন। গত এক সপ্তাহে ৫,০০০ পরীক্ষার মধ্যে ইতালির লাজ্জিও অঞ্চলের ৬৫ বাংলাদেশির মধ্যে কোভিড-১৯ ধরা পড়ে। ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রোমের বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে লাজ্জিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০,০০০) কোভিড-১৯ পরীক্ষা করবে। বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট বন্ধ থাকা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ আরও ১২ দেশ থেকে ফ্লাইট যাওয়া ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে ইতালি কর্তৃপক্ষ। জুন মাসের শুরুতে বিমান চলাচল পুনরায় শুরু হবার পর বিদেশ ভ্রমণের সময় দেখা যায় একেক দেশে ভ্রমণের জন্য একেক ধরণের নিয়ম প্রচলিত আছে। এর মধ্যে কোন কোন দেশ সেদেশে ভ্রমণের জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট লাগবে এমনটি বলে দেয়। কিন্তু ইতালিসহ বেশিরভাগ দেশেই এ সংক্রান্ত কোন নিয়মাবলী দেয়া ছিল না। কিন্তু সম্প্রতি বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি পাওয়ায় ঢাকার সাথে বিমান চলাচল স্থগিত করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইতালি। এরপর ১২ ই জুলাই এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে প্লেনে বিদেশগামী সব যাত্রীকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিমান সংস্থাগুলোর কাছে এ সংক্রান্ত পরিষ্কার নির্দেশনা নেই বলে জানিয়েছে তারা। এদিকে, গত এক সপ্তাহে ইতালির লাজ্জিও অঞ্চলে পাঁচ হাজার নমুনা পরীক্ষা করে তার মধ্যে ৬৫ জন বাংলাদেশি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণোলয়ের তরফ থেকে বলা হয়েছে, লাজ্জিও শহরে ৬৫ জন বাংলাদেশি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হবার পরে ইতালি সরকার সেখানে বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির সবার কোভিড-১৯ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। কাজটি করতে রোমে বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে নিয়েছে ইতালির কর্তৃপক্ষ। এদিকে, বাংলাদেশ এবং আরো ১২টি দেশ থেকে আগামী ৩১শে জুলাই পর্যন্ত ইতালির সঙ্গে সব ধরণের বিমান চলাচল স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

১৬ই জুলাই ২০২০