আগামী ১৫ এবং ১৬ মার্চ দেশব্যাপী দু'দিনের লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস্। বুধবার আগরতলা প্রেসক্লাবে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তারা ধর্মঘটের প্রেক্ষাপট এবং কারণ তুলে ধরেন।সংগঠনের কর্মকর্তাদের দাবি বাজেট অধিবেশনে সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল যে ব্যাংক বেসরকারিকরণ হবেনা কিন্তু সরকার তার প্রতিশ্রুতি খেলাপ করে দুটো ব্যাংক এবং একটি বীমা কোম্পানির বিলগ্নিকরণের মধ্যে দিয়ে বেসরকারিকরণের প্রস্তাব করেছে ।এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাংকিং শিল্পে কর্মরত প্রায় ১০ লক্ষ ব্যাংক কর্মচারীরা ধর্মঘটের ডাক দেয়।তাদের বক্তব্য দেশের আর্থিক অবস্থা কে মজবুত করার জন্য বিলগ্নীকরণ সঠিক পথ নয় বরং রাষ্ট্রায়ত্ত করনি আর্থিক অবস্থার উন্নতির রূপকার। ধর্মঘটীদের দাবি, সরকার উল্টো পথে হাঁটছে। তাদের বক্তব্য সরকার জনগণের অর্থ দিয়ে বিভিন্নভাবে তাদের ঋণ মুকুব এর ব্যবস্থা করছেন আবার তাদের কাছে ব্যাংক বিক্রির পরিকল্পনা করছে মার্জার ও বিলগ্নীকরণ এর মধ্য দিয়ে এইভাবে দ্রুততার সঙ্গে ব্যাংক ও বীমা ব্যবসাকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে সরকার। শেষোক্ত বাজেটেই তার প্রমান দেখা গেছে। এতে সাধারণ মানুষের আমানতসহ অন্যান্য স্বার্থের ব্যাপক ক্ষতি হবে। উল্লেখ্য ব্যাংক কর্মীরা সরকারের এই নীতির বিরুদ্ধে এখন পর্যন্ত ৪০টি'রও বেশি ধর্মঘট করেছে। তাদের দাবি, বৃহৎ পুঁজির হাত থেকে জনগণের সম্পদ ভারতীয় ব্যাংকগুলোকে বাঁচানোর জন্যই পথে নেমেছে তারা। এক্ষেত্রে এই আন্দোলনকে বেগবান করতে এবং সরকারের সিদ্ধান্ত থেকে পিছু হটতে জনগণের সহযোগিতা আবেদন রাখা হয় সংগঠনের পক্ষ থেকে।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাহুল চক্রবর্তী, সঞ্জয় দত্ত সহ অন্যান্যরা।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১০ই মার্চ ২০২১